সুমন ভূঁইয়ঃ মাঠে ধান পেকে গেলেও করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকেরা। ঠিক এমন সময় মতলব উওর উপজেলা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা সুজন ভূঁইয়া।
প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নিদেশে (২) জুন মতলব উওর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২০ জন নেতা নিয়ে কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতা সুজন ভূঁইয়া।
জানা গেছে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল এবং মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস এর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহবানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান এর অনুপ্রেরণায় অসহায় কৃষকদের পাশে দাড়ানোর অংশহিসেবে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃষ্টি ও মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় দারিদ্র কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দেওয়া হয়েছে ।
ধান কেটে দেয়া কৃষকরা জানান করোনা ভাইরাসের ফলে বেশ কয়েকদিন ধরেই অনেক শ্রমিককে বলেছিলাম ধানগুলো কেটে দেবার জন্য। কিন্তু ভয়ে কেউ আসতে চায় না। খুব চিন্তিত ছিলাম। পরে ছাত্রলীগের নেতা সুজন ভূঁইয়া সাথে যোগাযোগ হলে তারা এসে আমার ক্ষেতের ধান কেটে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।
তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাই ছাত্রলীগের নেতাকর্মীদের যারা এই পরিস্থিতিতে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছেন।
সুজন ভূঁইয়া জানান, ক্রান্তিকাল এই সময়ে ছাত্রলীগ জনগণের পাশে আছে থাকবে। আমরা আজ প্রথম দরিদ্র কৃষকের ধান কেটে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নেতাকর্মীরা জনগণের পাশে সবসময় থাকবে। আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো।