• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার শিয়াল মারা ফাঁদে ছেলের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিয়াল মারার ফাঁদে জড়িয়ে বাবা-মার সামনেই এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের মোর্শেদ তালুকদারের পুত্র।

নিহত শিশুর চাচা আলফাডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন তালুকদার জানান, নওয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে মোর্শেদ তালুকদার প্রায় পাঁচ বছর যাবত বয়লার খামারে মুরগির ব্যবসা করছিলেন। মাঝে মাঝে রাতের আঁধারে ওই খামারে শিয়াল উৎপাত করে। এ কারণে বুধবার সন্ধ্যায় মুরগির ফার্মের চারপাশে শিয়াল মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতেন মোর্শেদ।
রাত ৮টার দিকে জুবায়ের ঘর থেকে বের হয়ে বাবা মায়ের অজান্তে হাঁটতে হাঁটতে মুরগির খামারের শিয়াল মারার ফাঁদে জড়িয়ে যায়। জুবায়েরের বাবা-মা দুজনই খামারের মধ্যে মুরগির খাবার দিচ্ছিলেন। মা ও বাবা মুরগির খামার থেকে বের হয়ে জুবায়েরকে ফাঁদে জড়ানো দেখে বিদ্যুৎ লাইন বন্ধ করার আগেই জুবায়েরের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।