• ঢাকা
  • শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
রাজশাহীর বাগমারায় কাঁচা রাস্তায় কাঁদার জন্য চলাচলে জনদূর্ভোগ

রাজশাহীর বাগমারায় এখনো বেশ উল্লেখযোগ্য কিছু মাটির কাঁচা রাস্তা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই জনদুর্ভোগের সীমা থাকে না এ সকল রাস্তায়। বাগমারা অাউচপাড়া খালগ্রাম উচ্চ বিদ্যালয় পশ্চিম সাইডের মাঠ সংলগ্ন কাঁচা রাস্তায় ব্যাপক কাঁদা ও রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকার জনগন এবং রাস্তায় চলাচলে সুবিধাভোগী লোকজনের মাঝে ব্যাপক দূর্ভোগ দেখা দিয়েছে। জীবনভর কাঁদা মাটির সাথে যেন বন্ধুত্ব গড়ে তুলেছেন এসব এলাকার জনগন সহ রাস্তাদিয়ে চলাচলকারী লোকজনেরা। স্থানীয় জনপ্রতিনিধি সহ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও দ্রুত সুফল পাওয়া যায় না। কেবল প্রতিশ্রুতিতেই আটকে থাকে রাস্তার উন্নয়ন।

বর্ষা মৌসুম তো পরের কথা। বছর ভর যে বৃষ্টি হয় তাতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। দীর্ঘদিন সময় পার হলেও এ সকল কাঁচা রাস্তার উন্নয়ন না হওয়ায় বেকায়দায় পড়েছে লোকজন। যেকোন দেশের সামগ্রীক উন্নয়ন অনেকটাই যোগাযোগ নির্ভর। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি।

গ্রামকে শহরে রুপান্তরে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সেই সুযোগ থেকে এখনো পিছিয়ে রয়েছে উপজেলার অনেক এলাকা। চলতি বছর এক টানা বর্ষার কারণে বিপাকে পড়েছে বাগমারা অাউচপাড়া পালোপাড়া বিক্রমপুর গ্রাম হয়ে অাসা খালগ্রাম বাজার মুখি স্কুল সংলগ্ন কাঁচা রাস্তায় চলাচলকারী লোকজন। মাত্র ৮০০ ফিট কাঁচা রাস্তাটি যেন কর্তৃপক্ষের দৃষ্টির বাহিরে রয়েছে আজো। বিশেষ করে খালগ্রাম হাট সপ্তাহে ৩ দিন হওয়ার কারণে এই রাস্তা দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ।

ঝড়-বৃষ্টি আর কাঁদা পানি যেন লোকজনের নিত্য সঙ্গী। দীর্ঘদিনে একটানা বৃষ্টিতে রাস্তাটি রুপ নিয়েছে বোরো কৃষি জমিতে। পায়ে হেঁটে চলাচল করা যেখানে দুর্বিসহ হয়ে পড়েছে সেখানে আবার যানবাহন। নিতান্তই খুব বিপদে না পড়লে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় কেউ কোন যানবাহন বের করছেন না।

বিপদের মধ্যেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী যানবাহন হাট-বাজারে বিক্রয় করতে নিয়ে যেতে পারছেন না। এলাকাসহ দেশের উন্নয়নে কাঁচা এ সকল রাস্তা দ্রুত উন্নয়ন করা জরুরী। স্কুল-কলেজসহ অফিস আদালতে যাতায়াতকারী লোকজনের অনেকেই এই রাস্তায় যাওয়া আসার পথে পা পিছলে কাঁদায় পড়ে যান। এতে কাঁদা মাখা পোশাক নিয়ে তাকে পড়তে হয় বিড়ম্বনায়। জরুরী মূহুর্তে না পারে পুনরায় বাড়ি যেতে না পারে কর্মস্থলে যেতে। সামান্য মোটর সাইকেল নিয়ে যেতে লাগে অতিরিক্ত লোকজন। পিছন দিকে ঠেঁলা দিয়ে কাঁদা পার করতে হয় শিক্ষা প্রতিষ্টানের মাঠ সংলগ্ন রাস্তার উপর দিয়ে।এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়া প্রধান কারণ হচ্ছে রাস্তাটি দিয়ে খালগ্রাম হাট, মচমইল হাট, গাংগপাড়া হাট সহ মোহনপুর কেশরহাটে যাতায়াত করে হাজারো মানুষ।তবে সংকট মূহুর্তে স্বাভাবিক ভাবে চলাচল করার জন্য যদি কোন পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন তাহলেও কাঁদার কবল থেকে কিছুটা রক্ষা পেতে পারে লোকজন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অাউচ পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ জানান, আমি এই রাস্তাটির বিষয়ে বাগমারা উর্দ্ধতন কর্মকর্তাদের মাঝে অনেক বার উত্থাপন করেছি এবং অাশ্বাস পেয়েছি, বাজেট পেলে রাস্তা দ্রুত পাকাকরন করা হবে।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানিয়েছেন, কাঁচা রাস্তায় কাঁদা কিংবা ভেঙ্গে যাওয়ার কারনে জনগনের চলাচলে দূর্ভোগ দেখা দিলে রাস্তার সুব্যাবস্হার চেষ্টা করব।

রাস্তাটির বিষয়ে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, বিষ্ঞপুর গ্রাম হতে খালগ্রাম বাজারে অাসার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হবে। তিনি আরো বলেন,আমি নিজে সরজমিনে ঐ সকল রাস্তাগুলো পরিদর্শন করেছি। রাস্তার ব্যাহাল অবস্থার পর্যালোচনা করে সমাধানের অলোচনা অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।