ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
(২ জুন) বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
এদিন একসঙ্গে ৭৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এর আগে মঙ্গলবার আরও ৪৬ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।
প্রজ্ঞাপন পেয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার পদোন্নতি খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন মাঠপর্যায়ে কর্মরত তার সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা) ২০১৯ সালের ২৫ জুলাই ফরিদপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।