• ঢাকা
  • শুক্রবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
গলায় অস্ত্র ধরে জিম্মি করে সাংবাদিকের বাসায় চুরি।

আবিদুর রহমান নিপু,ফরিদপুর

ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাসায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

বাড়িতে চুরি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। সে দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে চোরেরা চুরি করেছে।

তবে, ঘর থেকে কি কি চোরেরা নিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সাইফুল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।