দিনাজপুরে ট্রাফিক পুলিশকে পিপিই দিলেন ব্যবসায়ী জাহিদ হোসেন
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবনবাজি রেখে মানুষকে নিরাপদে রাখতে এবং গণপরিবহন বন্ধ রাখতে নিষ্ঠার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ঠিক একইভাবে দিনাজপুরে নিষ্ঠার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ।পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য ১০ পিস পিপিই প্রদান করা হয়।
সোমবার (৩ মে) দিনাজপুর জেলার জাহিদ মটরস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ হোসেন ট্রাফিক পুলিশকে ডিউটিকালীন সময়ে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ১০ পিস পিপিই উপহার হিসেবে প্রদান করেন টি.আই (প্রশাসন) এটিএম তৌহিদুল ইসলামের হাতে। এসময় এই উপহার সামগ্রী প্রদান করার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় জাহিদ হোসেনকে। টি. আই তৌহিদুল ইসলাম বলেন এই ক্রান্তিকালীন সময়ে জাহিদ হোসেন এর মত সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।