কানাইপুরে স্কুল শিক্ষক হাসান আহমেদের খাদ্য সামগ্রী বিতরন
মোঃ ইনামুল হাসান মাসুম, কানাইপুরঃ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের দক্ষিণ পাড়ায় ফুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান আহমেদ কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এর আহবানে ঘাতক নভেল করোনা ভাইরাস মোকাবেলায় তার দুঃস্থ ও দরিদ্র প্রতিবেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করার উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগ বাস্তবায়ন করতে স্কুল শিক্ষক হাসান আহমেদ সহ তার নিজ এলাকার কিছু স্বচ্ছল লোকের সহযোগিতায় অনুদান সংগ্রহ করে চেয়ারম্যানকে অবগত করলে তিনি তাদের সাথে নগদ অর্থ প্রদান করে শরীক হয়েছেন।
কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের স্থানীয় বাসিন্দা তরুণ শিক্ষক মোঃ হাসান আহমেদ (৩৮) এর পিতা মৃত ছেকেন্দার আলী (মাস্টার)। হাসান আহমেদের দুঃস্থ ও দরিদ্র প্রতিবেশী ৩৭টি পরিবারের নিকট বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেক কর্মহীন পরিবারকে ৮কেজি চাউল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি ডাউল, ১কেজি আলু, ১প্যাকেট লবন, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল লতিফ শেখ, সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও শোলাকুন্ডু মাদ্রাসা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ছিদ্দিক মোল্যা, মোঃ ফিরোজ খাঁ, মোঃ ছালাউদ্দীন, রাশিম, মামুন প্রমুখ।
এ বিষয়ে হাসান আহমেদ বলেন, আমার এলাকার প্রতিটি ভালো কাজ ও সামাজিক দায়িত্ব বোধের জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের করোনা ভয়াবহ দুযোর্গকালীন সংকট চলা অবস্থায় আমার প্রতিবেশীদের পাশে দাড়ানো আমার নৈতিক দায়িত্ব। এছাড়া করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া প্রতিবেশীদের দিকে সার্মথ্যবানদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তবেই প্রতিটি গ্রামের প্রতিবেশীরা ভালো থাকবে বলে আশা করেন তিনি। এই আপদ কালীন সময় আমি একজন শিক্ষক হিসেবে প্রতিবেশীদের সাথে আছি। আপনিও অসুবিধায় থাকা প্রতিবেশীদের সাথে থাকুন।
শিক্ষক মোঃ হাসান আহমেদ শিক্ষকতার পাশাপাশি সমাজে ভালো ভালো কাজে অবদান রাখায় ইতিমধ্যেই কানাইপুরের সব মহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এইসব ভালো কাজের অংশ হিসেবে তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি আরো বলেন, যতদিন বেচেঁ আছি দৈনন্দিন কমপক্ষে একটি করে ভালো কাজ করে যাবো। তা হতে পারে বৃক্ষ রোপন, দরিদ্র কোন শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা, বইকেনা, দরিদ্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অসহায় দুঃস্থ্য নারীর পাশে দাঁড়ানো। সর্বপরি মানুষের বিপদ আপদে তাদের পাশে দাড়াতে পারলেই আমার সার্থকতা