মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মশাল মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
মশাল মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান কামররুজ্জামান সাহেব ফকির মিয়া, আরিফুল ইসলাম, যুবলীগ নেতা আজাদ হোসেন প্রমুখ।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী উপস্থিত ছিলেন।
৩ আগষ্ট ২০২৪