হঠাৎ শিলাবৃষ্টিতে ফরিদপুরে রবিশস্যর ক্ষতি
ফরিদপুরের আকাশে মঙ্গলবার ভোর ৫টা থেকেই মেঘের মৃদ গর্জন শুরু হয়ে পরে শিলাবৃষ্টি হিসেবে ঝড়ে পড়ে। নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে
ভোর থেকেই হঠাৎ করেই শুরু হয় দমকা বাতাস। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। শুরু হয় বজ্রপাত।
বাতাসের সঙ্গে বৃষ্টি ও শিল পড়তে শুরু হয়। এতে কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা এবং ফসলের ক্ষেতে শিলার স্তুপ জমে যায়।
এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় রবি শস্যের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত ছাড়াও আম ও লিচুর মুকুলের বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।