মনির মোল্যা,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় করোনা ভাইরাস সংক্রম পরিস্থিতিতে সালথা উপজেলার মসজিদ সমূহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামমিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বুধবার সকালে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদান প্রদান করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদের এর সালথা উপজেলা সমন্বয়কারী মাওলানা মোঃ মাহমুদুল হাসান এবং ফিল্ড সুপারভাইজার মোঃ ইকবাল হাসান।
করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদের উন্নয়ন কল্পের জন্য সালথা উপজেলার ৫৩০ টি মসজিদে ৫ হাজার টাকা করে ঈমাম অথবা মসজিদের সভাপতির নিকট হস্তান্তর করা হবে। করোনা পরিস্থিতির কারনে জনসমাগম এড়িয়ে ৩রা জুন ২৭০ টি এবং ৪ঠা জুন ২৬০ টি মসজিদে পর্যায়ক্রমে এই অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।
৩ জুন ২০২০