ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার ভোর ৬টায় অতিমাত্রায় শিলাবৃষ্টি হওয়ার কারনে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়।
চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবছর পিয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও মাত্র কয়েক মিনিটের অতিমাত্রায় শিলাবৃষ্টিতে পিয়াজ চাষিদের শ্বপ্ন ভেঙ্গে চুরমার।পেঁয়াজ চাষীদের মধ্যে অনেকে ধার দেনা, দাদন, লোন করে পেঁয়াজের দাম দেখে এবছর পেঁয়াজ চাষ বাড়িয়েছে।প্রায় প্রতি বছর প্রাকৃতিক ঝড় বৃষ্টির ক্ষতি বা পেঁয়াজের বাজার মন্দা থাকায় পেঁয়াজ চাষীদের মোটা অঙ্কের লোকসান গুনতে হয়।গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এবছর পেঁয়াজ চাষীরা পেঁয়াজ চাষ বাড়িয়ে দিয়েছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে পেঁয়াজ এর দাম ভালো পাওয়ায় এবছর পেঁয়াজ চাষীরা পেঁয়াজ এর চাষ অন্য বছরের তুলনায় অনেক গুন বাড়িয়েছে।জুঙ্গুরদী গ্রামের পেয়াজ চাষী আসাদ মাতুব্বর, বুলি মোল্লা, শাহাজামাল,সামাদ কাজী,হায়দার, মতিন মাতুব্বর বলেন এবছর পেঁয়াজ এর ফলন ভালো হইতো,কিন্তু এই অতিমাত্রায় শিলাবৃষ্টি হওয়ার কারনে এখন পেঁয়াজ চাষীদের মোটা অঙ্কের লোকসান গুনতে হবে। তারা আরও জানান যারা ধার দেনা, লোন করে পেঁয়াজ লাগিয়েছে তারা পড়বে বিপদে।