সালথা’য় ইয়াবাসহ পুলিশের হাতে এক ব্যাক্তি গ্রেফতার
ফরিদপুরের সালথায় মো. ওহিদুর রহমান সাবু (৪০) নামে এক মাদক ব্যক্তিকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবু বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ওহিদুর রহমান সাবু এলাকার বিভিন্নস্থানে বসে নিয়মিত ইয়াবা সেবন করতো। শুক্রবার রাতে তাকে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে শনিবার সকালে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।