• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
সালথায় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে মসজিদের ইমাম সহ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সালথা-আটঘর আঞ্চলিক সড়কের মধ্যপাড়ায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ভূক্তভোগি আটঘর মসজিদের ইমাম মাওলানা শাহজাহান বলেন, প্রতিপক্ষের সাথে জমির বিরোধকে কেন্দ্র করে আটঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ ও সংরক্ষিত মেম্বর রাজিয়া বেগম তাদের কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা পরবর্তীতে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

মাওলানা শাহজাহান বলেন, ওই মামলায় তাকে সহ মাওলানা খোকন মোল্যা, পান্নু মোল্যা ও খবিরদ্দিন মোল্যাকে আসামি করা হয়। এরপর আদালতের নির্দেশে গত রোববার ফরিদপুর থেকে ওই মামলায় তদন্তে পিবিআই কর্মকর্তারা সরেজমিন তদন্তে আসেন। এরপর লতিফ মেম্বারের ছেলেরা আমাদের মারতে আসে এবং হুমকি ধামকি দেয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা এর প্রতিকার দাবি করেন।

তবে এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য লতিফ মাতুব্বর বলেন, আমরা কাউকে হুমকি ধামকি দেয়নি। ওরা আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করেছে।

৪ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।