চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার ডিজাষ্টার এ্যালার্ট বিষয়ক মোবাইল ফোনে এ্যাপ ব্যাবহারকারী ভলেন্টিয়ারদের দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাতের মুঠোয় দুর্যোগ পরিসেবা পাওয়ার লক্ষে জেলার “প্রাকটিক্যাল একশন” নামক এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে এ ভলেন্টিয়ারী প্রশিক্ষন কর্মশালা আয়োজন করা হয়। এ কর্মশালায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান। কর্মশালায় ভিডিও লেসন উপস্থাপন করেন “প্রাকটিক্যাল একশন” এনজিও’র ফরিদপুর জেলার ফিল্ড ফ্যাসিলেটর মোঃ জাহাঙ্গীর আলম।
জানা যায়, এ প্রশিক্ষন কর্মশালায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক মোট ২০ জন ভলেন্টিয়ার অংশ নেয়। এদের মধ্যে আলোচনায় অংশ নেন, ভলেন্টিয়ার আলোচনায় অংশ নেন আফছানা মিম, উষা আক্তার, জাহিদুল ইসলাম ও আল-মামুন প্রমূখ। দুর্যোগ চলাকালিন সমন্বয় সম্পর্কিত চ্যালেঞ্জগুলি সাধানের ক্ষেত্রে মোবাইল এ্যাপসের মাধ্যমে নিগৃহিত জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে এ প্রশিক্ষন কর্মশালায় বিশদ আলোচনা হয়। এছাড়া যে কোনো জরুরী পরিস্থিতিতে মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবক ও ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের মধ্যে সমন্বয় করার কলা-কৌশলের উপরও ভলেন্টিয়ারদের কর্মশালায় প্রশিক্ষন দেওয়া হয়।
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-০২/০৯/২০২৪খ্রি,