বোয়ালমারীতে করোনায় আক্রান্ত পরিবারকে একমাসের খাবার দিলেন ওসি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত একটি পরিবারকে এক মাসের খাবার পৌছে দিয়েছেন থানা পুলিশ।
সূত্র জানায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতিন্তিপাড়া গ্রামের একটি পরিবারে দুই ভাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে বাড়িটি গত বৃহস্পতিবার লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। রোববার (০৩.০৫.২০) দুপুরে পুলিশের নিজস্ব অর্থায়নে ওই পরিবারের জন্য এক মাসের খাদ্য সামগ্রী পৌছায় দিয়েছেন থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান।
আমিনুর রহমান জানান, সাত সদস্যের একটি পরিবারে দুই ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাড়ির কেউ বাইরে বের হতে পারছেনা। তাই আগামী এক মাসের জন্য চাল, ডাল, আলু, মরিচ, সাবান, তেল, পাউডার, মাস্কসহ সব মিলিয়ে ২২ প্রকারের খাদ্য সামগ্রী আক্রান্ত পরিবারকে পৌছে দিয়েছি এবং সার্বক্ষনিক ওই পরিবারের খোঁজ খবর রাখা হচ্ছে।