আর দেরি নয় জাতির জনক বঙ্গবন্ধুর দল/এগিয়ে চলো নিয়ে দলবল/ সত্যের সুধাপানে হওরে সবল/জেগে ওঠো সব বাঙালীর দল…………। তীব্র মধুর কণ্ঠস্বরের ধ্বনিতে ফরিদপুরের বাউল সঙ্গীতের অন্যতম, ফরিদপুর লালন পরিষদের সভাপতি বাউল পাগলা বাবলুর কণ্ঠে বেজে ওঠা গানে আয়োজনের শুরু। আসরে উপস্থিত সকলেই উঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালো। শ্রদ্ধা জানালো ৭৫-এর ১৫ই আগস্ট নৃসংশ হত্যাকান্ডে শহিদ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের প্রতি।
এরপর জাতির পিতাকে নিবেদন করে স্বরচিত কবিতায় সকলকে মুগ্ধ করেন কবি, সাংবাদিক বিজয় পোদ্দার। মহান মুক্তিযুদ্ধের মহানায়ক-কে স্মরণ করে শোকাবহ আগস্ট-কে ধারণ করে সুর লহরী সঙ্গীত একাডেমীর সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয় রবিবার সন্ধ্যা ৭টায়। শহরের রথখোলা নিজস্ব মিলনায়তনে একাডেমির অধ্যক্ষ গৌতম কুমার সরকার বঙ্গবন্ধুকে স্মরণ করে গেয়ে ওঠেন “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই/বিশ্ব ফিরে পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে এক জাতির পিতা………”। করোনা দুর্যোগে অবরুদ্ধ মানুষের মনে বেজে ওঠে সাংস্কৃতিক দোলা। একের পর এক গাান। থেমে, থেমে বঙ্গবন্ধুর জীবন, ইতিবৃত্ত।
এরপর সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী হুমায়রা খাতুন। তবলায় ছিলেন বিকাশ দাস, খোলে নারায়ন চন্দ্র। রাত ১০টায় এই সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী টানা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকলকে সামাজিক দূরত্ব মেনে মানবিক হবার আহবান জানানো হয়।