• ঢাকা
  • মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে মাইক্রোবাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত

ছবি প্রতিকী

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাইক্রোবাস-নছিমন সংঘর্ষে হারুন মোল্যা (৫০) নামে নসিমন চালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নছিমন চালক হারুন মোল্লা সাতৈর ইউনিয়নের কেশরাইল গ্রামের মৃত সোমেদ মোল্লার ছেলে। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ইক্রোবাসটি (ঢাকা মেট্রো-ঠ-১৪.০১৪০) জব্দ করেছেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

সরেজমিন সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে নছিমন নিয়ে হারুন মোল্লা বোয়ালমারীর দিকে পথে বিপরীত দিক বোয়ালমারী-ফরিদপুরগামী মাইক্রোবাসটির সাথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইতেপাড়া নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা নছিমন চালক হারুন মোল্যা আহত অবস্থায় উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালককে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতৈর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কেশরাইল গ্রামের মো. ইসমাইল মোল্যা জানান, আহত অবস্থায় হারুন মোল্যাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নসিমন নিয়ে সে সাতৈর বাজারে যাচ্ছিলো।
গতকাল সোমবার বিকেলে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং নছিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।