সালথায় নবচেতনা,ইত্তেফাক ও আজকালের পত্রিকার অফিস উদ্বোধন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিতঃ 4 বছর আগে
282 বার দেখা হয়েছে
০
ফরিদপুরের সালথায় দৈনিক নবচেতনা সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন, দৈনিক ইত্তেফাকের সালথা সংবাদদাতা নুরুল ইসলাম ও দৈনিক আজকালের খবরের সালথা প্রতিনিধি মনির মোল্যার ব্যক্তিগত অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কাউলিকান্দায় নুরুল ইসলামের ভবনের নীত তলায় এ অফিসের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।
দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা, ডেইলি স্টারের ফরিদপুর প্রতিনিধি সুজিত কুমার দাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান, সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ, শফিকুল ইসলাম, আরটি হাসান প্রমুখ।