• ঢাকা
  • বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং
বাগমারার বুজরুককোলায় হেরিংবন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুককোলায় ৩১০ মিটার রাস্তা হেরিংবন্ড (এইচবিবি) কাজের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় রবিবার (৩ মে) সকাল ১১টায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ-মচমইল পাকা রাস্তা হতে বুজরুককোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগকারী রাস্তা পর্যন্ত হেরিংবন্ড রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে ২০১৯-২০ অর্থ বছরে ১০ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন বাগমারা উপজেলা পরিষদ। রাস্তাটি হেরিংবন্ড করায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাদা-পানির যে সমস্যা তা লাঘব হবে।

রাস্তাটির উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মোবারক হোসেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রামানিক, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি শাহরিয়া, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শচীন কুমার, কাজের ঠিকাদার নজরুল ইসলাম ও অছির উদ্দীন। রাস্তাটির নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর কামাল কনস্ট্রাকশন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।