ফরিদপুর সদর উপজেলার মসজিদের
ফরিদপুরে করোনা পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় ফরিদপুর সদর উপজেলার ৮১৫ টি মসজিদের ১৬৩০ জন ইমাম ও মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বেলা ১১.৩০ টায় ফরিদপুর শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে সদর উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক প্রদান উদ্বোধন করেন ফরিদপুর সদর ৩ আসনের সাংসদ, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।
করোনা প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করায় আজ সকালে শুধুমাত্র পৌরসভার অন্তর্গত ২৩৪ টি মসজিদের ৪৬৮ জন ইমাম-মুয়াজ্জিনের মাঝে এ চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা।
প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের কারণে সকল পেশার মানুষই সমস্যায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পেশার মানুষের প্রতি নজর রেখেছেন। যিনি সারা বাংলার প্রতিটি মানুষকে নিয়ে চিন্তা করেন। আপনাদেরকে প্রধানমন্ত্রী আজ যে আর্থিক অনুদান দিয়েছে তা জন প্রতি সামান্য হলেও মোট পরিমান অনেক, শুধুমাত্র ফরিদপুরে সদর উপজেলাতেই ৪০,৭৫০০০ টাকা প্রদান করা হচ্ছে। আজ দেশ স্বাধীন এবং শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী আছেন বলেই আপনারা এ সহযোগিতা পাচ্ছেন।
এ সময় প্রধান অতিথি সকল ইমামদের বলেন আপনারা প্রত্যেক নামাজের শেষে সকল মুসল্লিদের নিরাপদ সামাজিক দুরত্ব ও সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শহর আ’লীগ সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগ আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমূখ।
উল্লেখ্য, এ সময় প্রত্যেক ইমামকে ৩০০০টাকা এবং মুয়াজ্জিন কে ২০০০ টাকা করে প্রদান করা হয়।