• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর গেরদায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

বিজয় পোদ্দার, ফরিদপুর:

গ্রামীণ মানুষের উঠোনে উঠোনে সেবার বাতি জ্বালিয়ে দেবার ব্রত নিয়ে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়ন এর অজো পাড়াগাঁয়ে আব্দুল খালেক চেয়ারম্যান বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা এজেন্ট উদ্বোধন হয়। বৃহস্পতিবার বেলা বারোটায় এজেন্ট শাখা উদ্বোধন অনুষ্ঠানে একে ইন্টারন্যাশনাল এর পরিচালক ও আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মাস্টার, এছাড়া বক্তব্য রাখেন খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন মিয়া, ডাচ্ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার বিকাশ কুমার দাস, আঞ্চলিক কর্মকর্তা মাহবুব আলম, খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন মোল্লা, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখা কর্মকর্তা সেলিম খান, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আয়নাল হক মোল্লা, হারুন অর রশিদ, খলিলুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

গ্রামীণ পর্যায়ে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক লেনদেন সঞ্চয় ও ব্যাংকিং জগতে গ্রামের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সেবার নতুনত্ব এই অঞ্চলের মানুষকে আরো একধাপ এগিয়ে দেবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আজকের বাংলাদেশ হতোনা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসী ও সময় উপযোগী রাষ্ট্রপরিচালনার প্রত্যেকটি পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়ে দেশ এগিয়ে যাবার এই সংগ্রামে ডাচ-বাংলা ব্যাংকের এই ক্ষুদ্র আয়োজন একদিন মানুষকে আলোর পথ দেখাবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। গ্রামের সাধারণ মানুষ এই ব্যাংকিং এজেন্ট এর মাধ্যমে লেনদেন সঞ্চয় এবং অর্থ সঞ্চয় এর ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থায় আসার আমন্ত্রণ জানানো হয়। পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন শুরু করে লাল ফিতে কেটে এবং মোনাজাতের মধ্য দিয়ে এই শুভ কর্মসূচির সমাপ্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।