ফরিদপুরে চকবাজারে নবনির্মিত রাধাকৃষ্ণ মন্দিরে ৩ দিনব্যাপী কর্মসূচি
মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুরের চকবাজারে কাপড় পট্টি নবনির্মিত রাধা কৃষ্ণ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি আজ ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে বিকেলে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় দিনে নব নির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা, গীতা যজ্ঞ, পূজার্চনা ও প্রসাদ বিতরণ।
এছাড়া আগামী শনিবার সর্বস্তরের ভক্তবৃন্দের জন্য মন্দিরের দ্বার উন্মোচন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।