মাহবুব পিয়াল, ফরিদপুর :
ফরিদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ওরা ১১ জনের উদ্যোগে সংবাদপত্রের হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে সংবাদপত্র হকার সমিতির সদস্যদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় ।
ওরা ১১ জন বন্ধু মহলের বন্ধু শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুমের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য মাহবুব হোসেন পিয়াল, সংগঠনের সদস্য মো: জিল্লুর রহমান রাহাত, নাবলু পাটোয়ারী, কামরুল হাসান জুয়েল, রুহুল কুদ্দুস পাশা, দীপন কুমার ঘোষ, আবু নাসির আলম, ফরিদপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আলী আরশাদ কাজল, সাবেক সহ-সভাপতি মঞ্জুয়ারা স্বপ্না , সাংবাদিক জাকির হোসেন, মানিক দাস , আলিমুজ্জামান রনি , এস এম মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা- ওরা ১১ জন বন্ধু মহল ফরিদপুরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সকল ভালো কাজের সাথে আমরা জড়িত আছি। এর মধ্যে রয়েছে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য,বইসহ শিক্ষা সামগ্রী কিনে দেয়া, অসহায় মানুষকে সহায়তা করা, নলকূপ ও সেনীটেশনের ব্যবস্থা করা, বিশেষ দিন উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন উৎসবে দরিদ্র মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের খাবরসহ অর্থসহযোগিতা প্রদান করা।এছাড়া পথ শিশুদের মাঝে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা ওরা ১১ জন বন্ধু মহল উল্লেক্যযোগ্য কাজ।
এ সময় ৫০ জন সংবাদপত্র হকারের মাঝে উন্নমানের শীত বস্ত্র তুলে দেয়া হয়।