কর্মহীন মানুষের মাঝে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ
কর্মহীন মানুষের মাঝে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ
কবির হোসেন,আলফাডাঙ্গা,ফরিদপুর: করোনা ভাইরাসের কারণে অনেকটা থমকে গেছে খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা,কর্মহীন হয়ে পড়েছে অনেকে।
খেটে খাওয়া মানুষদের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে উপজেলায় খেটে খাওয়া অসহায়, দুস্থ্য ও শ্রমজিবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
৩ এপ্রিল শুক্রবার সকালে আ.লীগের দলীয় কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমানস্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।