ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দার চাঁদহাট-গজারিয়া বিশ্ব রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার বিকালে মিছিলটি উপজেলার চাঁদহাট বাজার থেকে শুরু হয়ে গজারিয়া বিশ্ব রোডে এসে শেষ হয় ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাদহাট-গজারিয়া মাদানিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,
মুফতী মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল বাকী, মুফতী লুৎফর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুহিউদ্দীন, কারী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ রুবেল মোল্যা, মোঃ দুলু শেখ, মোঃ জুয়েল, মোঃ জাহিদ মুন্সী প্রমুখ।
এসময় তৌহিদী জনতা ফ্রান্স ও ম্যাক্রোঁ বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।