মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩/২/২৩
ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, রাজনীতি করতে এসে জনগণের উন্নয়ন ও মূল্যায়ন করতে যেয়ে আমি আমার পরিবারের সদস্যদের হক নষ্ট করেছি। দীর্ঘ নয় বছর ফরিদপুরের উন্নয়ন করে তার দৃশ্যমান করেছি। এসব উন্নয়ন করতে যেয়ে আমি আমার মাকে, ভাইদের কে, স্ত্রী সন্তানদেরকে ঠিকমতো সময় দিতে পারি নাই । তাদের অনেক হক আমি নষ্ট করেছি। আমি আশা করব আমার মৃত্যুর পর আপনারাও আমার পরিবারের সদস্যদের অবমূল্যায়ন না করে তাদেরকেও সঠিক মর্যাদা দিবেন। আপনারাও আমার পরিবারের সকল সদস্যদের প্রতি হক আদায় করবেন।
শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ও ঘারুয়ার ইউনিয়ন বাসির দীর্ঘদিনের স্বপ্ন কুমার নদীর উপর একটি সেতুর। নবনির্মিত সেই সেতুর উদ্বোধন শেষে এক জনসভায় এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী। মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি চুমুরদি-ঘারুয়া ইউনিয়নের সংযোগ কুমার নদীর উপর ব্রিজের। এখন থেকে ভাঙ্গা ও মোকসেদপুর এর লোকজন ওই ব্রিজ দিয়ে পার হয়ে রাজৈর-শিবচর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবে। উক্ত সেতুর নাম বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন সাবেক ব্যাংকার মরহুম এ আর ভূঞার নামে করা হলো।
গঙ্গাধরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, এছাড়াও সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক কাজী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আর ভূঁইয়া সেতুর উদ্বোধন ও জনসভা উপলক্ষে দুপুর হতেই বিভিন্ন ব্যানার ফেস্টুন ও গেঞ্জি গায়ে মিছিল সহকারে হাজার হাজার লোকজন মাঠ পূর্ণ করে ফেলে। বিকেলে এমপি নিক্সন চৌধুরী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ আর ভূঁইয়া সেতুর উদ্বোধন শেষে পাশেই জনসভা মঞ্চে উপস্থিত হয়। এ সময় হাজারো নারী পুরুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এমপি নিক্সন চৌধুরী উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে বলেন দীর্ঘ নয় বছর আমি আপনাদের সেবা দিয়ে কুমার নদীর উপরে একাধিক বড় সেতু সহ অসংখ্য ছোট সেতু, কার্লভাট, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে এসেছি। আগামীতে এই জনগনকে সাথে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অবশ্যই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই । আপনারা আমার সাথে অতিতেও যেভাবে ছিলেন আগামীতেও এক ভাবে আমার পাশে থাকুন ইনশাআল্লাহ আমিই নৌকা প্রতীক পাবো।