ফরিদপুরে শীতার্তদের মাঝে শিল্পপতি শামীম হকের কম্বল বিতরণ
বিজয় পোদ্দার, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
435 বার দেখা হয়েছে
০
বিজয় পোদ্দার, ফরিদপুর :
ফরিদপুরে শীতার্তদের মাঝে শিল্পপতি শামীম হক কম্বল বিতরণ করেছেন।
ফরিদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, শিল্পপতি শামীম হক এর পক্ষ থেকে হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার ফরিদপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করা হয়।
এছাড়া গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ইউনিয়ন ও শহরের ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার, কোতয়ালী থানা আ.লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, নব-নির্বাচিত পৌর মেয়র অমিতাভ বোস, নব-নির্বাচিত পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির, মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ আক্তার, ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক, মানবাধিকার সংগঠক স্টিফান হক, সংগঠক ও মানবাধিকার কর্মী বিজয় পোদ্দার, যুবলীগ নেতা জাবির শফি দিনারসহ নেতৃবৃন্দ।
ফরিদপুর সদরের নর্থচ্যানেল, চরমাধবদিয়া, ঈশান গোপালপুর, মাচ্চর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই কম্বল বিতরণ করা হয়।
এই কার্যক্রম অব্যাহত রেখে আধুনিক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় মানুষের জন্য কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন শামীম হক।