বাগমারায় প্রতিবন্ধীদের মাঝে সিআরপি’র ত্রাণ বিতরণ
রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিআরপি আফসার হোসেন সেন্টার রাজশাহীর উদ্যোগে এবং বাগমারা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারনে চরম খাদ্য সংকটে পড়েছে প্রতিবন্ধী লোকজন।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্র্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, প্রজেক্ট অফিসার লুভনা ইয়াসমিন ও সিআরপি কর্মী নজরুল ইসলাম তুষার।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি লবন, ১ কেজি ছোলা, ২ কেজি আলু এবং ১ প্যাকেট কয়েল।