চরভদ্রাসনে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস-২০২০ পালনে প্রস্তুতি সভা
মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিতঃ 3 মাস আগে
92 বার দেখা হয়েছে
০
ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস-২০২০ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
সভায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস-২০২০ খ্রিঃ যথাযোগ্য মর্যাদা এবং স্বাস্থ্যবিধি মেনে পালনে অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুশান খান, ইউপি’ চেয়ারম্যান ইয়াকু্ব আলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম ও শিক্ষক মোজাহারুল হক প্রমূখ।