৪র্থ বারের মতো বাফুফের সভাপতি কাজী সালাহ্উদ্দিন
১৩৫ ভোটের মধ্যে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহ্উদ্দিন।
শনিবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে সালাহ্উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আর শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন।
২০০৮ সালে প্রথমবার দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাহ্উদ্দিন। চার বছর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে সভাপতি পদে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের ফুটবলের সভাপতি পদে বসেন। আর এবারের জয়ের মধ্যদিয়ে তিনি চতুর্থবারের মতো সভাপতি হচ্ছেন।