ফরিদপুরে আ.লীগ প্রার্থী অমিতাভ বোসের ব্যাপক গণসংযোগ
বিজয় পোদ্দার, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
294 বার দেখা হয়েছে
০
আসন্ন ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা) প্রতীকে আ.লীগ নেতা অমিতাভ বোস ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
তিনি গতকাল ফরিদপুর শহরের বিভিন্ন শপিং মল, বিপনী বিতান,সড়ক ও বাসা বাড়ীতে পায়ে হেঁটে গণসংযোগ চালান। এসময় হাজারো মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, কোন কোন স্থানে মানুষ তাকে দেখার জন্য কিছুক্ষণের জন্য মাক্স খুলে বদন দর্শনের অনুরোধ জানান। গণসংযোগকালে তিনি পথসভাগুলোতে বলেন, আমি চেয়ারের ভক্ষক নয়, রক্ষক হতে চাই। নাগরিক জীবনের সকল সমস্যা নিরসনে সময় উপযোগী উদ্যোগ নিয়ে সমাধান করতে চাই। তিনি বলেন মুক্তিযোদ্ধের চেতনায় আমার পিতা মুজিব আদর্শের সৈনিক হিসেবে কাজ করে গেছে, আমিও সেই ধারাবাহিকতায় আ.লীগের কর্মী হয়ে কাজ করে যেতে চাই। আমার জীবনের বড় প্রাপ্তি সফল বাংলাদেশের রাষ্ট্রনায়ক, দলীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত আ.লীগের নৌকা প্রতীকের মনোনয়ন। আমৃত্যু আমি জয় বাংলার শ্লোগানে প্রকাশিত হয়ে গণমানুষের সেবায় কাজ করে যাবো। গণসংযোগের সময় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।