সুমন ভূঁইয়াঃ সাভার ধামরাইয়ে ৯টি গাঁজার গাছসহ আরফান মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেলে গাঁজা গাছের সন্ধান পায় এলাকাবাসী। পরে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক আরফান মিয়া ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সামছুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আরফান মিয়ার একটি পরিত্যক্ত চালাবিহীন টিনের ঘরে ৯টি গাঁজা গাছের সন্ধান পায় স্থানীয়রা। পরে বিকেলে এ বিষয়ে থানায় জানানো হয়। সন্ধ্যায় আরফান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তিনি আরও জানান, আটক আরফান মিয়া ডায়াবেটিসের ঔষধি গাছ হিসেবে গাঁজার গাছগুলো চাষ করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে তদন্তে সত্যি ঘটনা বেরিয়ে আসবে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।