ফরিদপুর প্রেসক্লাবের সভাপতিকে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ “এর সম্মাননা স্মারক প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
624 বার দেখা হয়েছে
০
,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতিকে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ “এর সম্মাননা স্মারক প্রদান করেছে।
ফরিদপুরের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি “টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ ” এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলামের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক নাগরিক বার্তার প্রকাশক ও সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকীকে তার ব্যাক্তিগত কার্যালয়ে আজ শনিবার সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার অধ্যাপক আলাউদ্দিন মোল্যা,প্রক্টর ও কলা অনুষদের ডিন অধ্যাপক এ.এইচ.এম ইসহাক মিয়া,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ কামরুজ্জামান ,সিনিয়র লেকচারার মোঃ নাসিম উদ্দিন ,আইন বিভাগের লেকচারার মোঃ আরিফুজ্জামান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ ও কার্যনির্বাহী সদস্য খন্দকার আলী আরশাদ কাজল।
সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর সার্বিক সাফল্য কামনা করেন।