• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
পদ্মায় ইলিশ ধরার অপরাধে চরভদ্রাসনে ৪ জেলের কারাদন্ড

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা পদ্মা নদীতে ইলিশ ধরছিল।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষন অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই চাঁর জেলেকে আটক করা হয়।

এসময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩ কেজি ইলিশ মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানে অন্যান্যর মধ্যে উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষেত্রসহকারি শামিম আরেফিন ও আনসার ব্যাটলিয়ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।