স্হানীয় সরকারের উপপরিচালকের মধুখালীতে দুস্থ, অসহায়দের মাঝে ত্রাণ বিতরন
হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদে দুস্থ, গরিব, ভ্যানচালক, চায়ের দোকানদার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীর সরকারের উপ পরিচালক মো মনিরুজ্জামান,মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফা মনোয়ার, মো রেজাউল হক বকু সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, উপজেলা সমাজ সেবা অফিসার মো গোলাম কিবরিয়া ,মোঃ মোতালেব হোসেন মৃধা, চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন পরিষদ।এসময় স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, আপনারা জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হবেন না। যদি জরুরি প্রয়োজনে বাইরে যান অব্যশ্যই মাস্ক পরে বের হবেন
এ সময় উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, আমরাই পারি করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে। বাইরে বের হলে মাস্ক পড়ে বের হবেন। বাইরে থেকে আসলে সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুবেন। ত্রাণসামগ্রী বিতরনে দুস্থ, অসহায়দের করোনা ভাইরাস থেকে দুরুত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরন করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু দুস্থ, অসহায়দের মাঝে মাস্ক বিতরন করেন।