• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
চরভদ্রাসনে শীতার্তদের মাঝে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে জেঁকে বসেছে শীত আর কুয়াশা। এতে গরিব, দুস্থ ও অসহায়দের নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নি¤œ আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে একটুখানি উষ্ণতা দিতে ফরিদপুরের চরভদ্রাসনে তিন সাংবাদিকের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলা সদরের নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর সামনে থেকে মো. রাশেদুজ্জামান ‘দৈনিক আজকের ফরিদপুর, মনির হোসেন পিন্টু ‘দৈনিক আমার সংবাদ, ও নাজমুল হাসান নিরব, ‘দৈনিক তরুন কন্ঠ চরভদ্রাসন প্রতিনিধি এর উদ্যোগে ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মো. ওবায়দুর রহমান সুমনের পৃষ্টপোষকতায় প্রায় অর্ধশত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় তারা বলেন, আমরা এর আগে সরেজমিনে অনেক গ্রামই ঘুরে ঘুরে দেখেছি, উপজেলায় সরকারি ও বেসরকারিভাবে শীতার্তদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখনো উপজেলায় অনেক অসহায়, দুস্থ ও শীতার্তদের কপালে শীতের শেষ মুহুর্তে এসেও শীতবস্ত্র মেলেনি। তাই আমরা ঐসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে একটুখানি উষ্ণতা দিতে আমাদের এ সামান্য আয়োজন।
তারা আরো জানান, আজ আমরা প্রথম পর্যায় অর্ধশত পরিবারের প্রত্যেকের মাঝে ১টি করে ৫০টি কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমাদের উপজেলায় আরো অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

মো. মনির হোসেন পিন্টু
চরভদ্রাসন,ফরিদপুর।
তাং-০৩/০২/২০২২ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।