ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫ জন।
আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে, ফরিদপুর সদরে ৫ জন,ভাঙ্গা য় ১৮ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ২ জন এবং সদরপুর ও চরভদ্রাসনে ১ জন করে। নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ১০ থেকে ২০ বছরের বয়সী রয়েছে ১ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন এবং ৬০ বছরের উর্ধে রয়েছে জন।
ফরিদপুর মেডিকেল কলেজ করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪০ জনের। এর মধ্যে ফরিদপুরে চারজন পুরাতনসহ মোট ৩৪ জন, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৩৬৫ জনের মধ্যে ফরিদপুর সদরে ৯৩ জন, ভাঙ্গায় ৯০, বোয়ালমারীতে ৫৬, নগরকান্দায় ৩৪, চরভদ্রাসনে ৩১, আলফাডাঙ্গায় ২৭, সদরপুরে ১৬, মধুখালীতে ১১ এবং সালথায় ৭ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও সদরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।