• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে নতুন আক্রান্ত ৩০ জন, সর্বমোট ৩৬৫ জন

ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫ জন।
আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে, ফরিদপুর সদরে ৫ জন,ভাঙ্গা য় ১৮ জন, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ২ জন এবং সদরপুর ও চরভদ্রাসনে ১ জন করে। নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার মধ্যে ১০ থেকে ২০ বছরের বয়সী রয়েছে ১ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন এবং ৬০ বছরের উর্ধে রয়েছে জন।
ফরিদপুর মেডিকেল কলেজ করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪০ জনের। এর মধ্যে ফরিদপুরে চারজন পুরাতনসহ মোট ৩৪ জন, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৩৬৫ জনের মধ্যে ফরিদপুর সদরে ৯৩ জন, ভাঙ্গায় ৯০, বোয়ালমারীতে ৫৬, নগরকান্দায় ৩৪, চরভদ্রাসনে ৩১, আলফাডাঙ্গায় ২৭, সদরপুরে ১৬, মধুখালীতে ১১ এবং সালথায় ৭ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও সদরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।