ভাঙ্গায় গভীর রাতে শীতার্তদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -০৩/০১/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসনের সহায়তায় শীতার্তদের ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এসব কম্বল। মুনসুরাবাদ গুচ্ছ গ্ৰামের অসহায় শীতার্তরা কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, অসহায় শীতার্তদের পাশে সরকার সব সময় আছে। এই শীতে একটি মানুষও শীতে কষ্ট পাবেনা। সরকারের পক্ষ হতে অসহায় শীতার্তদের সব ধরনের সহযোগিতা করা হবে।
শীতার্ত মানুষকে কম্বল বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান। তিনি এসময় বলেন, আশাকরি সমাজের বিত্তজনেরাও অসহায় প্রতিটি শীতার্ত পরিবারের পাশে দাঁড়াবেন। আমরা সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়ালে এই শীতে আর কেউ কষ্ট পাবে না।