• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
শ্মশানের ছাদ ভেঙে ভারতে নিহত ২১

ছবি-সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে গাজিয়াবাদ জেলার মুরাদনগরে রবিবার শ্মশানের ছাদ ভেঙে পড়ে ২১ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দুর্ঘটনার সময় এক ব্যক্তির মরদেহের সৎকার হচ্ছিল। তবে সে মুহূর্তে বৃষ্টি আসলে শ্মশানের বিশ্রামস্থলের নিচে আশ্রয় নিয়েছিল মানুষ।

তখনই তাদের ওপর ভেঙে পড়ে ছাদ।
তবে ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠেছে। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষ থেকে মৃতদের বের করে আনা হয়।

জানা যায়, শেডের তলায় ৩৮ জন দাঁড়িয়ে ছিলেন দুর্ঘটনার সময়। মিরাটের ডিভিশনাল কমিশনার অনিতা মেশরাম দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছেন।

আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। তিনি লিখেন, ‘মৃতের পরিজনদের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ ও যাবতীয় সহায়তার জন্য সবার পাশে রয়েছে। ’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।