• ঢাকা
  • বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং
৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮ এর দুই হাজার জন সহকারী সার্জনের স্বাস্থ্য পরীক্ষা

ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি) :

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০১৮ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে সাময়িকভাবে সুপারিশকৃত দুই হাজার জন সহকারী সার্জনের স্বাস্থ্য পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি আলাদাভাবে বিজ্ঞাপিত হয়েছে।
প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের সম্মুখে হাজির হওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর হতে পর্যায়ক্রমে ডাকযোগে পত্র প্রেরণ করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার পত্র না পেলে প্রার্থীকে তার স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন পূর্বে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা- এর সাথে যোগাযোগ করে ডুপ্লিকেট পত্র সংগ্রহ করতে হবে অথবা ওয়েব সাইট www.hospitaldghs.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য ১-২৭১১-০০০০-২৬৮১ এই কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে ৫০ টাকা জমা দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।