• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
চীনের সিনোভ্যাক করোনার টিকার ট্রায়াল চালাবে বাংলাদেশে

ছবি প্রতিকী

চীনের সরকারি সংস্থা সিনোভ্যাক বাংলাদেশের করোনা রোগীদের ওপর করোনাভাইরাসের টিকার ট্রায়াল চালানোর আগ্রহ প্রকাশ করেছে। সেটাতে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ জুলাই) রাতে আইসিডিডিআরবি এর বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ৪ হাজার মানুষের ওপর সিনোভ্যাকের টিকার ট্রায়াল শুরু হবে। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ এই প্রস্তাবে রাজি হতে পারে। কারণ, এই ট্রায়ালে চীন সফল হলে করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ।

এ বিষয়ে আইসিডিডিআর এর একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরো লিখেছে যে, বাংলাদেশ কেবল চীনের সিনোভ্যাকই নয়, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার ট্রায়ালের জন্যও আগ্রহী।

মূলত চীনের করোনাভাইরাসের টিকার ট্রায়াল দিয়ে এই টিকা দেশে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কাজ করবে বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।মারা গেছে ১ হাজার ৯৬৮ জন। সেরে উঠেছে ৬৮ হাজার ৪৮ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।