টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
দুই শিশু হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের মো. লাভলু মিয়ার মেয়ে খুশি (৫) ও টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ি গ্রামের মো. সিদ্দিকের ছেলে আবির (৬)। সম্পর্কে তারা মামাতো ভাই-বোন।
পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয়রা জানান- বাড়ির চারপাশে বন্যার পানি। খুশি ও তার মামাতো ভাই আবির বাড়ির পাশে খেলতে ছিল। পরিবারের লোকজনের আড়ালে বন্যার পানিতে পড়ে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন এবং স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।