• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
টাঙ্গাইলে সখীপুরে দেবরের বৈঠার আঘাতে ভাবি খুন

টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে সাজেদা বেগম (৬০) নামে এক ভাবী নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের মৃত. শওকত দেওয়ানের স্ত্রী।

এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে সখীপুর থানায় মৃত. আবদুল আলী দেওয়ানের ছেলে ও দেবর হাবিবুর রহমানসহ ৫জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করে। এতে সে গুরুতর আহত হন। গত দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সাজেদা বেগমের মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।