ভাঙ্গায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৪/৬/২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেলে কাটা পড়ে রবিউল ইসলাম(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের লিটন শেখের পুত্র।
রেল পুলিশের উপ-পরিদর্শক প্রফুল্ল জানায়, মন্সলবার সকালে ভাঙ্গা থেকে ঢাকা গামী নকশি কাঁথা রেলটি মালিগ্রাম অঞ্চল অতিক্রম করার সময় সে রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারে কাছে হস্তান্তর করব।
নিহত রবিউলের পিতা লিটন শেখ জানায়, আজ ভোরে ছয়টার দিকে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে রবিউল। অল্প কিছু দিনের মধ্যেই তার বিদেশে যাওয়ার কথা ছিল।