• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে সিনেমা হলে দর্শকের ভীড়, হল মালিকেরা খুশি

ফরিদপুর জেলাপ্রতিনিধি

অনেকদিন পর সিনেমা হলে দর্শক ফিরেছেন এজন্য হল মালিকরা খুশি। তারা বলছেন সুস্থ ধারার সিনেমা ও মানসম্মত সিনেমা হলে আগের মতই সিনেমা হল পরিচালনা করা সম্ভব হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের একমাত্র সিনেমা হল বনলতা সিনেমা হলে দেখা গেছে লোকজনের আশাব্যঞ্জক ভিড়।
এখানে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত বাংলা সিনেমা বিদ্রোহী।
এখানে প্রতিদিন চারটি করে শো হচ্ছে।
আর একই দামে টিকিট বিক্রি হচ্ছে।
১০০ টাকায় প্রতিটা টিকিট বিক্রি হচ্ছে বলে হলের কর্তৃপক্ষ দের সাথে
কথা বলে জানা গেছে। তারা জানান মহামারী করনার পর দুই বছর হল বন্ধ থাকার কারণে হল মালিকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে তারা বেরিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই সিনেমাহলের একজন কর্মীর সাথে কথা বলে জানা যায় প্রথম শোতে শখানেক টিকিট বিক্রি হয়েছে । দ্বিতীয় শোতে অনেকটাই বেড়েছে ।
তারা বলছেন আস্তে আস্তে দর্শক বাড়বে কেননা আজ ঈদের দিন থাকায় অনেক লোকই তাদের নিজেদের কাজে ব্যস্ত আছে। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সবাই এখন সিনেমা হলে আসছেন না । যদিও এই সিনেমা হলে সিনেমা প্রদর্শিত হয় নিয়মিত ভাবেই , তবে ইতোমধ্যে নতুন কোনো ছবি মুক্তি না পাওয়ায় তারা বেশ হতাশ এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন। এমনও অবস্থা গেছে ‌ প্রতি শো তে মাত্র ২০-২২জন দর্শক নিয়েও ছবি চালাতে হয়েছে তাদের।
এদিকে হলের পরিবেশ একটু ভালো এবং মানসম্মত করার জন্য দর্শকরা দাবি করলেও মালিকপক্ষ বলছেন একটু সময় লাগবে।
যাইহোক সিনেমা হলে দর্শক উপস্থিতি বাড়ায় হল মালিকেরা যেমন তাদের ব্যবসা নিয়ে আশাবাদী। অন্যদিকে মানসম্মত ভালো ছবি তৈরি হবে এটা প্রত্যাশা করছেন সব ধরনের দর্শক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।