চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ উদ্ধারের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তার নিকট হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি জানায়, ৩ জুলাই শুক্রবার দুপুর পৌণে ১২ টার দিকে চাঁনশিকারি গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জিয়া দেখতে পায়, সীমান্ত পিলার-১৯৮/১-এস এর কাছে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন এর ১ জন সদস্য অস্ত্রসহ অপ্রকৃতিস্থ্য ও মাতাল অবস্থায় রয়েছে। এলাকার জিয়া পরে বিএসএফ সদস্যকে উদ্ধার করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর চাঁনশিকারী বিওপির নিকট কিছুক্ষণ পরেই হস্তান্তর করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যর অস্ত্র হেফাজতে নেয় এবং তার শারীরিক সুস্থ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার বিএসএফ সদস্যকে অস্ত্রসহ ৩ জুলাই শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ভারতের ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এর নিকট বুঝিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।