ফরিদপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
405 বার দেখা হয়েছে
০
মানিক কুমার দাস, ফরিদপুর :
ফরিদপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার সকালে আওয়ামী লীগ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ও কেক কাটা।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
এক সংক্ষিপ্ত বক্তব্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। এবং বিভিন্ন লড়াই-সংগ্রামে ছাত্রলীগের অতীত ও ঐতিহ্য গর্বের সাথে স্মরণ করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন নুর মোহাম্মদ বাবুল, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার , মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা আইভি মাসুদ, সাবেক ছাত্রনেতা রাজিব খান, মনিরুজ্জামান মনির, আলী আজগর মানিক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওফিক হোসেন পুচচি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।