রাজশাহী নগরীতে করোনা ভাইরাসে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শাহ্ মখ্দুম থানা ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায়, শাহ্ মখ্দুম থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে এবং সচেতন শ্রমিক কল্যাণ সমিতির পরিচালনায় নওদাপাড়া নিজ কার্যালয় হতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শাহ্ মখ্দুম থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন রাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহাদত হোসেন শাহু।
এই সময়ে অন্যানদের মধ্যে অত্র ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আলম এবং শ্রমিক কল্যাল সমিতির সভাপতি ইলিয়াস আলী ইদ্রিসসহ ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নভূক্ত মোট ১৪০জনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।