ফরিদপুর শাহ সিমেন্টের পক্ষ থেকে কর্মহীন নিমার্ন শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর :ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন নিমার্ন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন আবুল খায়ের গ্রুপের অংগ প্রতিষ্ঠান শাহ সিমেন্ট কোং লিঃ । শনিবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলি শাহ কোং লিঃ অফিসে প্রধান অতিথি হিসেবে কর্মহীন নিমার্ন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন হাসেম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন মুশা।
এসময় উপস্থিত ছিলেন শাহ সিমেন্ট কোং লিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ জিয়াউর রহমান,মার্কেটিং অফিসার আবু তালেব মুন্সী। এসময় ১৫০ জন নিমার্ন শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল,১ কেজি ডাউল,লবন ১ কেজি,১ লিটার তৈল,১ টি সাবান বিতরন করা হয়। হাসেম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেন মুশা বলেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের কারনে সকল মানুষ এখন গৃহবন্ধী । এতে নিম্ম আয়ের মানুষ কর্ম হারিয়ে বাড়ীতে বেকার জীবন যাপন করছেন। এই কর্মহীন মানুষের কথা চিন্তা করে শাহ সিমেন্ট কোং লিঃ পক্ষ কর্মহীন নিমার্ন শ্রমিকদের জন্য খাদ্য সামগ্রী বিতরন করছে।