স্বাস্হ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, বিশ্বে করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয় থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ করোনাসংক্রান্ত ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছে। চীনের সিনোভেক বায়োটেক কোম্পানি করোনাভাইরাসের ভ্যাকসিনের দুইটি ধাপের ট্রায়াল সেই দেশে সফল হয়েছে। বাজারজাত করার আগে মানবদেহে পরীক্ষা করবে। বাংলাদেশে এই ভ্যাকসিনের মানবদেহে কার্যকারিতা পরীক্ষা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)৷
তিনি আরও জানান, কোম্পানি মনে করছে তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য করোনার সেবা দিচ্ছে এমন ৪২০০ লোকের প্রয়োজন। আমাদের করোনা ডেডিকেটের হাসপাতালে পর্যাপ্ত লোক রয়েছে।
সচিব বলেন, ‘এই ট্রাইল দিতে কমপক্ষে ৬ মাস লাগবে। যদি অক্সফোর্ড আগে কিছু করতে পারে বা ইউরোপের কোনো দেশ কিছু করতে পারে সেটার বিষয়ে যোগাযোগ করা হবে। করোনার ভ্যাকসিন পেতে যেন একদিনও পিছিয়ে পড়তে না হয় সেটার চেষ্টা থাকবে।’